Published : 03 Jun 2025, 07:54 PM
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনে আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার করেছে সেনাবাহিনী। এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার ডিএনডি এলাকার অভ্যন্তরীণ সিদ্ধিরগঞ্জ এলাকার কংস খালটি পরিষ্কার করা হয় বলে জানান সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদ।
ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাকিব আজওয়াদ বলেন, এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশাপাশি এটি দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল।
তবে স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ করেছে সেনাবাহিনী। এখনও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।
ডিএনডি বাঁধের ভেতরে টানা বর্ষণ হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘণ্টার মধ্যে নিষ্কাশন করা হয়। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এগুলো নিয়েও কাজ করছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে সচেতন হবারও আহ্বান জানান সেনা কর্মকর্তা সাকিব আজওয়াদ।
ফতুল্লার লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব এলাকা ডিএনডি প্রকল্প এলাকার বাইরে। এ ছাড়া ওই এলাকার আবাসন নিচু জমিতে হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।