Published : 30 May 2025, 06:12 PM
বৈরি আবহাওয়ার মধ্যে ফেনীর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শুক্রবার ভোররাতে ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
পরে ফেনী সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর বলে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন।
বিজিবি বলছে, বিএসএফের পুশইন করা ১৩ বাংলাদেশিকে প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। পরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে প্রত্যেকের হাত ও চোখের বাঁধন খুলে সুকৌশলে বাংলাদেশে পুশইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় বাংলাদেশি নাগরিকরা মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করছিল।
আটক ১৩ জনের মধ্যে ৬ জন শিশু, ৩ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছে, বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য তারা ভারতে প্রবেশ করেছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, “সীমান্তে পুশইন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির কোম্পানি কমান্ডারের মাধ্যমে প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক থেকে এ ঘটনায় প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।”
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “বিজিবির হস্তান্তর করা ১৩ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
“উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”