Published : 15 Aug 2024, 03:50 PM
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদ হয়েছে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলায়।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার ‘ঘাঘর বাজার বণিক সমিতি’র সদস্যরা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন।
সেখানে কথা হয় উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, “সকালে ঘাঘর বাজারে চাল ও তেলসহ সাংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি সব দোকানপাট বন্ধ।
“পরে জানতে পারলাম বেলা ১২টার পর এসব দোকান খুলবে। ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।”
ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, “গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যেমূলক ভাবে মামলা দেওয়া হচ্ছে।
“আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।”
তিনি বলেন, “তবে এই কর্মসূচি পালনের জন্য আমরা কোন ব্যবসায়ীকে চাপ দেইনি। সকল ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।”