Published : 07 Jun 2025, 04:18 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত ‘এপ্রিলের প্রথমার্ধে’ সাধারণ নির্বাচননের দিনক্ষণকে ‘ইতিবাচক’ বলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তা ইতিবাচক। তবে, তার আগে জুলাই সনদ ঘোষণা অবশ্যই দিতে হবে এবং নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।”
ঈদের দিন শনিবার সকালে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আগের দিন শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।”
ওই ঘোষণায় হতাশা প্রকাশ করে রাতে বিএনপির তরফ থেকে এ বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
অপরদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে সম্ভাব্য নতুন সময় ঘোষণা করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের জন্য তিনটি গরু কোরবানি দেন এনপিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে বৃষ্টির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান তিনি। এ সময় তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা দেশ গড়ার জন্য জীবন দিয়েছে। তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”