Published : 04 Jun 2025, 04:34 PM
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোণায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানের সময় নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন, কিছু পাইপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর নাগাদ দুর্গাপুরের গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল, তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, কিছু অসাধু লোকজন রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপনে সংবাদ পেয়ে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে অভিযান চালায় প্রশাসন।
অভিযান টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।
জেলা প্রশাসক বলেন, “নৌকায় থাকা বালু, মেশিনপত্র দেখে অনুমান করা যায়, সোমবার বা তারও আগ থেকে বালু তোলা হচ্ছিল।”
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান জেলা প্রশাসক।