Published : 26 May 2025, 12:57 PM
তিন দফা দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলছে।
তবে এরমধ্যেও সোমবার সকালে নগরীর কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে।
শিক্ষকরা বলছেন, আন্দোলনের সঙ্গে তারা একতম। তবে ক্লাস বন্ধ রাখলে বাচ্চারা এলোমেলো ভাবে রাস্তায় চলে যায়। তাই ‘শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে’ ক্লাস করানো হচ্ছে।
নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যায়, প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছে।
প্রথম শ্রেণির ক্লাসে কথা হয় শিক্ষক খাদিজা বেগমের সঙ্গে।
পূর্ণ কর্মবিরতির মধ্যেও ক্লাস কেন নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “যেগুলো দাবিতে পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে আমরা একতম। এটা আমাদের যৌক্তিক দাবি।
“আমরা ক্লাসে রয়েছি বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। না হয় ওরা বাইরে রাস্তার মধ্যে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়তে পারে।”
গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন।
সোমবার থেকে তাদের এই লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আন্দোলনকারীরা একে বলছেন পূর্ণদিবস কর্মবিরতি।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।
নগরীর গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে।
ওই স্কুলের সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলছিলেন, “কর্মবিরতি চললেও আমরা কোনো নির্দেশনা পায়নি। তাই ক্লাস করাচ্ছি। না হলে বাচ্চারা এলোমেলো হয়ে যাবে। তবে দাবি আদায় হোক সেটা আমরা চাই।”
সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, “কারা কিভাবে কর্মবিরতির ডাক দিয়েছে তা আমরা অবগত নই। কর্মবিরতি চলছে আপনার কাছ থেকেই শুনলাম। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমই চালাচ্ছি।”
আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।
এর আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।