Published : 06 Jun 2025, 06:20 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মাইক্রোবাস চালকসহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনার পর প্রায় এক কিলোমিটারজুড়ে যানজট লেগে যায় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার এএসআই মো. কিশোর।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এএসআই কিশোর বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
মাইক্রোবাসে চালক গাড়িতে একা ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত বাস যাত্রীরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মাইক্রোবাস চালকসহ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
এএসআই কিশোর বলেন, খবর পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।