Published : 25 Aug 2024, 05:31 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
রোববার দুপুরে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়েছে আগের রাতে মামলাটি দায়ের করেন।
নিহত জিল্লুর গাবতলী পৌর বিএনপির নেতা ছিলেন।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মামলা এজাহারে বলা হয়েছে, গত ৪ অগাস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে জিল্লুর রহমান নিহত হন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সজিব ওয়াজেদ জয়, আনিসুল হক, আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, কাহার আকন্দ, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।