Published : 13 Apr 2025, 10:39 PM
মাগুরায় আট বছরের সেই শিশুকে ধর্ষণ-হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ; যেখানে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করা হয়েছে।
রোববার রাত সোয়া ১০টার পরে মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
অভিযোগপত্রে মামলায় অন্য তিন আসামিকেও রাখা হয়েছে।
ওই থানার ওসি আইয়ুব আলী বলেন, হিটুর মা রোকেয়া বেগমকে তথ্য গোপন, শিশুটির বোনজামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর উপজেলার ৮ বছরের শিশুটি গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে গত ৬ মার্চ সে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
সবশেষ চিকিৎসারত অবস্থায় গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্ব্শুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “আইন অনুযায়ী তদন্ত শেষে ৩০ কার্যদিবসের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২৪ এপ্রিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। ইতোমধ্যে ফরেনসিক প্রতিবেদন চূড়ান্ত শেষে মামলার আজ চার আসামির বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হল।”