Published : 30 May 2025, 11:56 PM
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী একটি হাউস বোটে জেনারেটর বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নৌকাটি পুড়ে গেলেও ১২ পর্যটক অক্ষত আছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেকের (নিলাদ্রী লেক) পাশে এ ঘটনা ঘটে বলে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান।
এলাকাবাসী ও হাউস বোটের লোকজনের বরাতে পুলিশ জানায়, উপজেলার পুটিয়া গ্রামের পাশের নদীতে ‘সুলতান’ নামের হাউস বোটটি নোঙ্গর করা ছিল। দুপুরে টাঙ্গুয়ার হাওর ঘুরে পর্যটকরা টেকেরঘাট খনিজ প্রকল্প সংলগ্ন এই গ্রামে এসেছিলেন রাতযাপনের জন্য।
রাতে পর্যটকরা নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। ভেতরে খাবারের প্রস্তুতিও চলছিল। তখন জেনারেটর চালু ছিল। এ সময় এক পর্যটক তার মোবাইল চার্জ দিতে মাল্টিপ্লাগে সংযোগ দিতে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই কাঠের তৈরি নৌকাটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
পর্যটকরা দ্রুত বেরিয়ে এসে পাশের একটি নৌকায় আশ্রয় নেন এবং রক্ষা পান বলে জানান হাউস বোটের কর্মী মো. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, “একজন পর্যটক অসাবধানতাবশত জেনারেটরের মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে নৌকাটি জ্বলে গেলেও সবাই রক্ষা পেয়েছেন। তবে নৌকার ভিতর থাকা মূল্যবান জিনিষপত্রও পুড়ে নষ্ট হয়ে গেছে।”
স্থানীয় লেদারবন্দ গ্রামের বাসিন্দা ফেরদৌস আলম বলেন, “হঠাৎ বিস্ফোরণের শব্দ ও লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি। আমরা তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।”
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পর্যটকরা সুস্থ ও নিরাপদে আছেন।
“জেনারেটর বিস্ফোরণ থেকেই আগুনের উৎপত্তি বলে আমরা জানতে পেরেছি।”