জামালগঞ্জে করচ বন: দুর্যোগে রক্ষাকবচ, সবুজের নান্দনিকতায় চোখের প্রশান্তি
সুনামগঞ্জের জামালগঞ্জে কানাইখালী নদী ও পাগনার হাওর ঘিরে রয়েছে সাতটি দৃষ্টিনন্দন করচ বাগান। এসব বাগান প্রাকৃতিক দুর্যোগে যেমন রক্ষাকবচ হিসেবে কাজ করছে, তেমনি হাওরবাসীর জীবন-জীবিকাতেও রাখছে উল্লেখযোগ্য অবদান।