Published : 15 Jun 2025, 08:51 PM
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালানো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনার ৩ ঘণ্টার ব্যবধানে আদালত চত্বর এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয় বলে শরীয়তপুরের এসপি নজরুল ইসলাম জানান।
আসামিরা হলেন, জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার সুরুজ মাদবর ও একই এলাকার দুলাল শেখ।
পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়।
শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহই পালিয়ে যান তারা। পরে কিছুক্ষণের মধ্যে আদালত চত্বর এলাকা থেকেই দুলালকে গ্রেপ্তার করা হয়।
এর ঘণ্টা তিনেকের মধ্যে একই এলাকার থেকে সুরুজ মাদবরকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসপি নজরুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”