Published : 14 Jul 2024, 08:11 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্যারেজের নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত পাঁচটি ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলা সদর পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান।
নিহত দুদু মিয়া (৬০) ওই গ্রামের মৃত. আমির আলীর ছেলে।
গ্যারেজের মালিক নুরে আলম জিন্নু মিয়া জানান, মালিক এবং চালকরা ওই গ্যারেজে রাতে অটোরিকশা ও ইজিবাইক রেখে ব্যাটারি চার্জ দেন। নৈশপ্রহরী দুদু মিয়া এগুলো দেখাশুনা করেন।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। রোববার সকালে এক ইজিবাইক চালক তার বাহনটি নিতে এসে দেখেন গ্যারেজের দরজার তালা ভাঙা এবং দুদু মিয়ার মরদেহ পড়ে আছে।
পরে খবর পেয়ে গ্যারেজ মালিক এসে দেখেন পাঁচটি ইজিবাইকও খোয়া গেছে।
ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরে ।
“নিহতের মুখে কাপড় ঢুকানো ছিল। ধারনা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে। পরে ইজিবাইকগুলো নিয়ে পালিয়ে গেছে।”
এ নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।