Published : 28 May 2025, 05:14 PM
ফরিদপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে ও পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী মিয়া রতন।
দণ্ড পাওয়া আসাদুজ্জামান বাচ্চু (৪৩) রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকার ছাত্তার শেখের ছেলে। এ ছাড়া তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে রাজবাড়ীতে একটি মামলা চলমান রয়েছে।
মামলার বরাতে পিপি রতন বলেন, ২০২২ সালে মধুখালী উপজেলায় একটি মুরগির ফার্মে কাজ করার সুবাদে ওই এলাকার প্রয়াত মতিয়ার রহমানের মেয়ে শান্তার সঙ্গে বাচ্চুর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন।
বিয়ের তিন মাস পর থেকে যৌতুকের দাবিতে শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বাচ্চু। এ নিয়ে থানায় ও স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হওয়ার পর শান্তাকে নিয়ে সংসার করতে রাজি হন বাচ্চু।
তিনি বলেন, “পরে মধুখালী থেকে সদর উপজেলার দিরাজতুল্লাহ মাতুব্বর ডাঙ্গী এলাকায় স্ত্রীকে নিয়ে এমবিআই অ্যাগ্রো ফার্মে চাকরি নেন বাচ্চু। সেখানে চাকরি করা অবস্থায় ২০২২ সালের ২৮ অক্টোবর শান্তাকে বেধড়ক মারপিট করে ও সিগারেটের আগুন দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে হত্যা করে পালিয়ে যান বাচ্চু।”
খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতর থেকে শান্তার লাশ উদ্ধার করে বলে জানান পিপি রতন।
এ ঘটনায় শান্তার মা জরিনা বেগম কোতোয়ালি থানায় বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা করেন বলে জানান তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রতন।