Published : 31 May 2025, 04:31 PM
সাগরে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝড়-বৃষ্টিতে শতাধিক কাঁচা ঘর, ৭০টি দোকান ও অন্তত ৬৩ কিলোমিটার কাঁচা-পাকা সড়কের ক্ষতি হয়েছে।
শনিবার হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, টানা ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, চর ঈশ্বর, নলচিরা, সুখচর, তমরদ্দি, সোনাদিয়াসহ নয়টি ইউনিয়নে ১২৫টি কাঁচা ঘর ও ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ৭০টি গবাদি পশু, ৫৭ কিলোমিটার কাঁচা সড়ক, ছয় কিলোমিটার পাকা সড়ক, তিনটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে জোয়ারের পানিতে ভেসে গেছে ৭৩টি পুকুরের মাছ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সরকারিভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজও ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়ন শুকনো খাবার বিতরণ করা হবে। এজন্য এক লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া নিঝুম দ্বীপের জন্য সরকারিভাবে ৫০০ বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে; যা হাতে পেলে দ্রুত সেখানে নিয়ে বিতরণ করা হবে বলে জানান তিনি।
সেইসঙ্গে সব এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও ঘর মেরামতের জন্য ঢেউটিন বরাদ্দ দেওয়া হবে বলে জানান ইউএনও।
সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে বলে জানান আলাউদ্দিন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ সময় এবং বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর নিয়ে বাদ পড়াদের তালিকাভুক্ত করা হচ্ছে।