Published : 21 Apr 2025, 04:37 PM
ঢাকার দোহার উপজেলার এক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান দোহার থানার ওসি মো. রেজাউল করিম।
আহত মো. রাব্বি আহমেদ ও মো. ইউসুফ লটাখোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তাদের মধ্যে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ইউসুফ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় লটাখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রনি বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে নবম শ্রেণির কয়েক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় বেঞ্চে বসা নিয়ে রাব্বি আহমেদ ও ইউসুফের সঙ্গে তাদের এক সহপাঠীর কথা-কাটাকাটি হয়। পরে ওই শিক্ষার্থী প্রাইভেট শেষ করে চলে যান।
এ ঘটনার পর সকাল ১০টার দিকে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসেছিলেন রাব্বি ও ইউসুফ। সেখানেও তাদের বেঞ্চে বসতে চায় ওই সহপাঠী। এ নিয়ে তারা আবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে ওই শিক্ষার্থী তার কাছে থাকা ছুরি দিয়ে রাব্বি ও ইউসুফকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
পরে তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক আশরাফুল আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর ইউসুফকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসক আশরাফুল আলম বলেন, রাব্বির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
লটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার মণ্ডল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন শিক্ষকরা। এ ঘটনায় পুলিশের পাশাপাশি বিদ্যালয় থেকেও সিদ্ধান্ত নেওয়া হবে।
ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।