Published : 08 May 2025, 05:29 PM
দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বাড়ি থেকে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বালু বাগান মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার রেজাউল করিম।
মৃত মো. ময়নুল বারি (৪৮) ওই এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। ১০-১২ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে ময়নুল বাসায় একাই বসবাস করতেন। তার একমাত্র মেয়ে ঢাকায় পড়াশোনা করেন।
ময়নুল বারির বড় বোন শামীম নাজনিন বলেন, তার ছোট ভাই আয়কর আইনজীবী হিসেবে ঢাকায় কাজ করত। তিন-চারদিন থেকে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের লাশের খবর পান।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সকালে বাসাটি থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি বুঝতে পেরে সদর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির শয়নক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে দিন তিনেক আগে তার মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।