Published : 24 Feb 2025, 05:19 PM
একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি বাহারুল আলম।
তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবাধিকারের সমস্ত নীতিমালা মেনেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই। তবে একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক।”
সোমবার সকালে রাজশাহী নগরে 'দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ নিয়ে কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে নগরের পিটিআই মিলনায়তনে এই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
আইজিপি বলেন, “অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিসে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
“র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মহানগর পুলিশ একসঙ্গে ইনটেনসিভ পেট্রোলিং করবে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করছি। দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কি-না। এরপরও যদি না হয় তা হলে বিকল্প চিন্তা করব।”
ছিনতাইতে রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটা তদন্তে বোঝা যাবে। রোববার একজন ছিনতাইকারীকে ধরেছে র্যাব। তবে সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তার আস্তানায় গিয়ে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে।”
‘অপারেশন ডেভিল হান্টের’ সফলতা নিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, “ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। বেশ কিছুদিন আগে শুরু করেছিলাম। দেশব্যাপী এটা হচ্ছে। তবে এটি আরও জোরদার করতে সেনা সদস্য বাড়ানোর কথা ভাবা হচ্ছে।
“ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট; যা সারাদেশের চিত্রের সঙ্গে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। তবে আপনাদের (সাংবাদিক) সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আমাদের জানান।”