Published : 04 Nov 2024, 03:23 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় টুনাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার গাগলাজুর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোমবার সকালে তা ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, “ওই ব্যক্তিকে কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়। পরে হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদী দিয়ে লাশ ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।”
মৃত ব্যক্তির শরীর গলে গেছে জানিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি ঘটনাটি ছায়া তদন্ত করছে পিবিআই।