Published : 03 Jan 2025, 04:41 PM
জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির লাশ আলু ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল মাঠ থেকে লাশটি উদ্ধারের খবর জানান কালাই থানার ওসি জাহিদ হোসেন।
নিহত আব্দুল মালেক খান ফটু (৬৫) করিমপুর গ্রামের অফিল উদ্দিন খানের ছেলে। তিনি পাশের বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার পিয়ন ছিলেন।
নিহতের পরিবারের বরাতে ওসি জাহিদ বলেন, “আব্দুল মালেক বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে তিনি বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন।”
তিনি বলেন, “সকালে কৃষকরা মাঠের মধ্যে আলু ক্ষেতে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ সনাক্ত করেন। এ সময় মালেকের মোটর সাইকেলটি রাস্তার পাশে পড়েছিল।”
নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, “আমার বাবা মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর ফেরেনি। থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানানোর পর ফিরে শুনতে পাই, আলু ক্ষেতে তার লাশ পড়ে আছে।”
তিনি বলেন, “আমার বাবা সুস্থ ছিল। কে বা কারা তাকে হত্যা করে লাশ আলু ক্ষেতে ফেলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি জাহিদ হোসেন জানান।