Published : 20 Sep 2024, 04:42 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে মাথায় আঘাত পাওয়া এক যুবককে উদ্ধারের পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তবে কিভাবে তিনি আঘাত পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান।
নিহত সবুজ আলী সেখ (২৮) উপজেলার রশিদপুর পূর্বপাড়ার আব্দুস সালাম সেখের ছেলে। মুন্সিগঞ্জে চাকরি করা সবুজ ১০দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাব্বত আলী শামীম জানান, সবুজের বড় ভাই ফিরোজ বরেন্দ্র এক্সপ্রেস পরিবহনের টিকিট চেকার হিসেবে কাজ করে। তবে বৃহস্পতিবার ফিরোজ অসুস্থ থাকায় তার পরিবর্তে সবুজ ডিউটিতে গিয়েছিল।
“বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে সবুজের স্বজনরা তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পায়। তখন বিষয়টি অন্য বাসের চেকারদের জানায় তারা।
“পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধোপাকান্দি এলাকায় ডিউটির স্থানের কিছুটা দূরে একটি ইটভাটার সামনে আহত অবস্থায় সবুজকে পড়ে থাকতে দেখা যায়।”
সেখান থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধারের পর তাকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক তাজ উদ্দিন বলেন, নিহত সবুজের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।