Published : 11 May 2025, 04:33 PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রকোণা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকা থেকে শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।
সোবায়েল নেত্রকোণা কাটলী এলাকার শফিকুর রহমান খানের ছেলে।
জানা গেছে, সোবায়েল নেত্রকোণা জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৩০ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়। এরপর নতুন করে আর কমিটি গঠন করা হয়নি।
ওসি বলেন, “সোবায়েলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। নাশকতার একটি মামলায় তাকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।”