Published : 28 Jan 2025, 07:12 PM
খুলনার দাকোপ উপজেলার একটি মুরগির খামার থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকার শচীন মণ্ডল (৪৪) এবং তার স্ত্রী মলিনা মণ্ডল (৩৭)। তাদের ২০ বছর বয়সী কলেজপড়ুয়া এক ছেলে আছে।
ওসি বলেন, “আমরা ধারণা করছি, শচীন মণ্ডল ভারী কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। মলিনার মুখমণ্ডল থেঁতলানো এবং খামারের ঘরের মেঝেতে পড়ে ছিল। আর শচীনের মরদেহ আড়ায় ঝুলছিল।”
বসতঘরের অদূরেই ওই দম্পতির মুরগির খামার ছিল। মুরগির বাচ্চা ছোট থাকায় দেখভালের জন্য তারা খামারের এক কোণায় থাকতেন। গত ১৫-২০ দিন ধরে রাতে তারা খামারেই থাকতেন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফয়সাল আলম গাজী বলেন, সোমবার সারাদিন তারা দুজনেই তরমুজের খেতে কাজ করেছিলেন। রাতে নিজেদের মুরগির খামারের এক কোণায় ওই দম্পতি থাকতেন। পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে বাক-বিতণ্ডা হয়েছিল।
সকালে গ্রামের মানুষ ওই দম্পতির ছেলের কাছ থেকে খবর পান। পরে ঘটনাটি থানায় জানানো হয়।