Published : 18 May 2024, 05:47 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমির বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজিরবাজার (বিরামের ভিটা) গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পলাশবাড়ী থানার ওসি আজমিরুজ্জামান জানান।
নিহত পাপিয়া বেগম (৪৫) ওই গ্রামের মৃত নুরুল মাস্টারের ছেলে।
স্বজনদের বরাতে ওসি আজমিরুজ্জামান বলেন, পাপিয়া কয়েকদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাপিয়ার চাচা দুলা মিয়া ও চান্দু মিয়া তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগাতে যায়। খবর পেয়ে পাপিয়ার ভাই আরিফুজ্জামান তাদের বাধা দেয়।
“এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তখন ঘটনাস্থলে পাপিয়া উপস্থিত হয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুলা মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে পাপিয়ার গলায় আঘাত করেন।”
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুলা মিয়া পলাতক রয়েছেন।
জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী পারভিন বেগমকে আটক এবং থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান তিনি।