Published : 15 May 2025, 06:39 PM
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ‘বন্ধের ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফকিরের বটতলা এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ ঈশ্বরদী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা দাবি আদায়ের নামে সেখানে বিক্ষোভ ও সমাবেশ করে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করে তা বন্ধের পাঁয়তারা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে ঈশ্বরদীর শিল্প ও বণিক সমিতি, রিকশা চালক সমবায় সমিতি, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শত শত নারী ও পুরুষ অংশ নেন।
এতে ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সচেতন নাগরিক সমাজ ও সাহিত্য সংস্কৃতি পরিষদের ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আহসান হাবিব, এস আলমগীর, রফিকুল ইসলাম, আবু সাঈদ, শামসুজ্জোহা, আমিনুল ইসলাম এবং মনিরুজ্জামান বক্তব্য দেন।
বক্তারা বলেন, দাবি আদায়ের নামে বিদ্যুৎ কেন্দ্রে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে একটি গোষ্ঠী; যার কারণে প্রকল্প চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাস্তায় নেমেছেন তারা।
প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মাসে গ্রিডের সঞ্চালন লাইনের কাজ শেষ হওয়ার কথা। এরপর ডিসেম্বরে স্টার্ট-আপ করার কথা। এ অবস্থায় প্রকল্প এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা অশুভ সংকেত বলে মনে করছেন এলাকাবাসী।
দাবি আদায়ের নামে কতিপয় কর্মকর্তা-কর্মচারী বিশ্ব দরবারে বাংলাদেশকে এবং এই প্রকল্পকে অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে রূপপুর প্রকল্পের নিরাপত্তা বিঘ্নকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এর আগে দুই দফায় বিদ্যুৎ প্রকল্পের ভেতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ২৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসঙ্গে তাদের প্রকল্প এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করে সংস্থাটি।
এর মধ্যে সবশেষ মঙ্গলবার এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক মো. জাহেদুল হাছানের স্বাক্ষরিত আলাদা চিঠিতে আটজনকে সাময়িক বরখাস্ত ও নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বুধবার এ সংক্রান্ত চিঠি দুটি আলাদা ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দপ্তরে পাঠানো হয়েছে।