Published : 20 Jan 2025, 11:21 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বাড়িতে গিয়ে এক কিশোরীর বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও।
সোমবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
ইউএনও জানান, গ্রামবাসীর মধ্যে একজন ৯৯৯-এ ফোন করে কিশোরীর বিয়ের আয়োজনের খবর জানান। তাৎক্ষণিক ওই গ্রামে গিয়ে দেখা যায়, বিয়ের আয়োজন চলছে। কনের বাড়িতে বরযাত্রীও এসেছে। খাওয়া-দাওয়া তখনও হয়নি। কাজি আসেননি।
প্রান্তিক কৃষক পরিবারের ওই কিশোরী বছর তিনেক আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে। এ অবস্থায় বয়স অনুসন্ধান করে জানা যায়, প্রাপ্ত বয়স হতে ওই কিশোরীর এখনও ১১ মাস বাকি।
নাভিদ রেজওয়ানুল বলেন, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। কনে ও বর উভয় পরিবারের অভিভাবকেরা ১১ মাস পর এই বিয়ের আয়োজন করবেন। এ সময় বিয়ে না করানোর বিষয়ে দুই পরিবারের অভিভাবকেরা মুচলেকা দেন।
এরপরও যদি ওই কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।