Published : 05 Jun 2025, 02:11 AM
যশোরের শার্শায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সঙ্গীকে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার নেহা পেট্রোল পাম্প সংলগ্ন উলাশীর খাজুরা গ্রামের কাঁচা রাস্তায় তারা আক্রান্ত হন বলে শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান।
নিহত সবুজ হোসেন (২২) উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। একই গ্রামের আহম্মেদ আলির ছেলে রাজু আহম্মেদকে (২২) যশোর সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় সবুজ ও রাজুর সঙ্গে ছিলেন কালু নামের আরেক যুবক। তিনি পুলিশকে বলেছেন, তারা তিনজন রাস্তা দিয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুই ব্যক্তির সাথে তাদের দেখা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে ওই দুইজন সবুজ ও রাজুকে ছুরি মারে। কালু তখন দৌড়ে পালিয়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে খবর দেন।
পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে সবুজ ও রাজুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণ করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
ওসি রবিউল ইসলাম বলেন, “হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”