Published : 13 Apr 2025, 11:04 AM
নোয়াখালীতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার ভোরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে চৌমুহনী চৌরাস্তার পূর্ব পাশে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ‘জোনাকি ট্রান্সফোর্ট’ নামের একটি বাস থেকে মো. জহির হোসেন প্রকাশ জাইল্যা জহিরকে গ্রেপ্তার করা হয়।
সকালে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান।
গ্রেপ্তার ৩২ বছর বয়সী মো. জহির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের বৈরাগী বাড়ির আব্দুল আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জহির বাঞ্চানগরের শীর্ষ ‘মাদক কারবারি’। তার বিরুদ্ধে নয়টি মাদক মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
সুব্রত সরকার বলেন, “গোপন সংবাদে ভোর ৩টা থেকে এক ঘণ্টা তাদের একটি টিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী জোনাকী ট্রান্সপোর্ট নামে বাসটি তল্লাশি জন্য থামানো হয়। পরে বাসের ডি-৩ সিটে বসা জহির হোসেনের প্যান্টের পকেট থেকে তিন হাজার ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, “জহির ঢাকার কেরানীগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে লক্ষ্মীপুরে পাইকার হিসেবে সরবরাহ করে আসছিল। এর আগে একটি মাদক মামলায় তার ৫ বছরের কারাদণ্ড হয়। পরে উচ্চ আদালতে আপিল করে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে সে।
“ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”