Published : 01 Apr 2025, 09:30 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক নারীকে ‘উত্যক্ত’ করার জেরে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছে। এতে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়। এরপর অন্ধকার হয়ে গেলে টর্চ জ্বালে।
রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার এএসপি জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।”
বাহুবল থানার ওসি মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুরে উপজেলার বানিয়াগাঁও গ্রামের এক যুবক তার স্ত্রীকে নিয়ে চা বাগানে ঘুরতে যান। এসময় চারগাঁও গ্রামের তিন যুবক সে নারীকে ‘উত্যক্ত’ করেন।
তিনি বলেন, এ নিয়ে বিকালে ওই নারীর পরিবারের লোকজনের সঙ্গে চারগাঁও গ্রামের সে যুবকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বেলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ওসি বলেন, বানিয়াগাঁও গ্রামের পক্ষ নিয়েছেন জয়পুর গ্রামবাসী। ফলে তিন গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষে মিরপুর বাজার ‘রণক্ষেত্রে’ পরিণত হয়।
সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন, তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তথ্য জানালেও আহতদের কারো পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, বলেন এ পুলিশ কর্মকর্তা।