Published : 13 Jun 2025, 09:23 PM
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
এ সময় দেড় শতাধিক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া পরিবহনগুলোর কাছ থেকে আদায় করে তা ফেরত দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।
তিনি বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে এক শ্রেণির অসাধু পরিবহন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এমন অভিযোগে জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রী ও বাসের স্টাফদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে শ্যামলী এন্টারপ্রাইজের কাছ থেকে ছয় হাজার ৫০০, তিশা এন্টারপ্রাইজ থেকে আট হাজার ৫০০, ওরিয়ন এন্টারপ্রাইজ থেকে ১১ হাজার ৫০০, পঞ্চগড় এক্সপ্রেস থেকে ছয় হাজার, মুরাদ এন্টারপ্রাইজ থেকে ২৭ হাজার, টাঙ্গাইল এক্সপ্রেস থেকে দুই হাজার এবং এসএ প্লাস পরিবহন থেকে নয় হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
তাৎক্ষণিক আদায় করা মোট ৭০ হাজার ৫০০ টাকা ভুক্তভোগী ১৫৬ যাত্রীকে ফেরত দেওয়া হয় বলে জানান ক্যাপ্টেন তৌফিক।