০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
পাঁচটি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাটে বিভিন্ন পরিবহনের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার ৭০ হাজার ৫০০ টাকা আদায়ের পর ভুক্তভোগী ১৫৬ যাত্রীকে ফেরত দিয়েছে সেনাবাহিনী।
“জ্বালানি তেলের দাম তো কমিয়ে দেওয়া হয়েছে আবারও; সুতরাং, এখন বাড়তি ভাড়া দাবি করার তো কোনো কারণ নেই,” বলেন তিনি।
সাদুল্লাপুরের ইউএনও বলেন, অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি না করতে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে।
“অতিরিক্ত ভাড়া আদায় করছেন এক শ্রেণীর পরিবহন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের সত্যতা মেলায় তাদের জরিমানা করা হয়।”
“যা ঘটেছে তা বিশ্বাসই হচ্ছে না। লাইফে এত নিবির্ঘ্নে ঈদযাত্রা করতে পারিনি কখনও,” বলেন এক যাত্রী।
ঈদে লম্বা ছুটির কারণে শেষ সময়ের দিকে টার্মিনালে যাত্রীর চাপ কম থাকার কথা বলছেন বাসকাউন্টার কর্মীরা।
“একটি কাউন্টারে গিয়েছিলাম, সেখানে একজনের ১৫০০ টাকা করে ভাড়া চাচ্ছে। কিছু কোম্পানি চাচ্ছে ১২০০ টাকা। অন্য সময় ৭০০ থেকে ৮০০ টাকায় যেতে পারি,” বলেন এক ব্যক্তি।