Published : 09 Jun 2025, 07:02 PM
বিদেশ থেকে ফিরে গ্রেপ্তার হয়েছেন ফেনীর এক আওয়ামী লীগ নেতা।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, রোববার বিকালে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নূর মোহাম্মদ নবী ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ওরফে আব্দুল্লাহর ছেলে। তিনি ধলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা চালায়। ৪ অগাস্ট ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিওতে নুর মোহাম্মদ নবীকে শটগান হাতে দেখা যায়।
৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর নুর মোহাম্মদ নবী আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
রোববার বিকালে বিদেশ থেকে ফিরে তিনি গ্রেপ্তার হন। তবে তিনি কোন দেশ থেকে ফিরেছেন তা জানাতে পারেনি ফেনী পুলিশ।
তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “দুটি হত্যা মামলায় নুর মোহাম্মদ নবীকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”