Published : 08 Jul 2023, 11:32 PM
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বিকাল ৩টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে শনিবার রাতে সিলেট মহানগর যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভাপতি আলম খান মুক্তি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সম্মানিত অতিথি থাকবেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।
আরো যারা বিশেষ অতিথি থাকবেন তারা হলেন আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ অন্যরা।
আরো পড়ুন: