Published : 27 Aug 2023, 03:41 PM
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগার সিন্ধুর প্রভাতী ট্রেনটি ভৈরবে গিয়ে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। বগিগুলো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এতে ট্রেনটির যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। কেউ কেউ ট্রেন থেকে নেমে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে ফিরছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান।
স্টেশন মাস্টার জানান, সকালে আন্তঃনগর ট্রেনটি ঢাকা থেকে ভৈরব রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। এরপর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বগি রেখে ইঞ্জিন ঘোরাতে গেলে এর চাকা লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি উঠাতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর দেড়টার দিকে এসে পৌঁছেছে। দ্রুত উদ্ধার কাজ শুরু হবে।
ইঞ্জিন লাইনচ্যুত হলেও পাশের লাইন দিয়ে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক আছে বলে জানান স্টেশন মাস্টার ইউসুফ মিয়া।