Published : 22 Dec 2024, 11:02 PM
বাগেরহাটে সরকারি স্কুলে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সরকারি পিসি কলেজের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেয়। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর ধরে স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। ৫ অগাস্ট নতুন বাংলাদেশ হয়েছে। নতুন বাংলাদেশে পুরনো নিয়ম চলতে পারে না। লটারি প্রক্রিয়ার কারণে মেধাবীরা ভাল স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই লটারি প্রথা বাতিল করে অবিলম্বে পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মাইনিন ইসলাম, মো. আল মামুন।