Published : 18 May 2025, 05:02 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে দোকানের উপর বটগাছ ভেঙে পড়ে চা দোকানির প্রাণ গেছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।
নিহত শাপলা বেগম (৩৮) ওই এলাকার মো. খোকা মিয়ার স্ত্রী।
তার স্বামী-স্ত্রী মিলে ওই দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। আর তার স্বামী খোকা মিয়া বাজারের বাইরে ছিলেন। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। তখন শাপলা বেগম মোবাইল ফোন করে স্বামীকে তাড়াতাড়ি দোকানে আসতে বলেন। কিন্তু স্বামী খোকা মিয়া আসার আগেই দোকানের পাশে থাকা একটি বটগাছ ভেঙে দোকানসহ চাপা দিলে শাপলা বেগম ঘটনাস্থলেই মারা যান।
খোকা মিয়া বলেন, তিনি দ্রুত দোকানে এসে দেখেন, ওই গাছের নিচে চাপা পড়ে তার স্ত্রী মারা গেছেন।
রাখালবুরুজ ইউপির সদস্য রেজাউল করিম বলেন, পুরানো এই বটগাছটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
ওসি বুলবুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।”