Published : 14 Jan 2025, 08:11 PM
কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে আটকের খবর জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছে থাকা টাকা ও ধারালো ছুরি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ করিম খান জানান।
আটক মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুম্বুর এলাকার আইয়ুব আলীর ছেলে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ বলছে, গত কয়েক মাস ধরে কুমিল্লা শহরে কিশোর গ্যাং আতঙ্ক বেড়েছে। হত্যাকাণ্ড ছাড়াও মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও ইভ-টিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব গ্যাং। এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে আলোচনায় উঠে আসে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এবং ‘ঈগল গ্রুপের’ নাম।
সবশেষ ৩ জানুয়ারি বিকালে নগরের কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ-সংলগ্ন রানীর দিঘির পাড়ে অস্ত্রের মহড়া দিয়েছে এই দুটি কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক সদস্য। এ সময় হাতবোমা বিস্ফোরণও ঘটানো হয়।
ওসি সাজ্জাদ বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির চেষ্টার সময় ধারালো ছুরিসহ মাইনুদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা রয়েছে। এছাড়াও নানা অপকর্মের কারণে সাম্প্রতিক সময়ে মাইনুদ্দিন ও তার গ্যাং গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে।”