Published : 26 May 2025, 04:40 PM
বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর মামলার এক আসামি ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাত ১২টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির জানান।
নিহত ববি আক্তার ওই এলাকার রোহান ব্যাপারীর (২৫) স্ত্রী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা দায়েরের পর থেকে রোহান পলাতক ছিলেন।
সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের প্রেমের সম্পর্ক হয়। ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। রোববার রাতে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
পরে ববিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রোহান সেখান থেকে পালিয়ে যান।
নিহত ববির মা বলেন, সাত বছর প্রেমের সম্পর্কের পর তার মেয়ের সঙ্গে রোহানের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ওসি হাসান বাসির বলেন, ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।