Published : 08 May 2025, 08:42 PM
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুই বারের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভিডিও ভাইরাল হয়। ১৩ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, সমালোচনাও হয়।
ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক যুবক টেবিলের উপর ইউসুফ খান পাঠানের দুই হাত চেপে ধরে রাখছেন। এ সময় মাস্ক পরা অপর এক যুবক তাকে পেছনে লাঠিপেটা করছেন।
অধ্যাপক ইউসুফ খান পাঠানের বাড়ি নান্দাইল উপজেলায়। তিনি সেখানকার শহীদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষক।
ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ইউসুফ খান পাঠান তার পরিবার নিয়ে শহরের মহারাজ রোডে বসবাস করতেন। ৫ অগাস্ট সরকার পতনের পর তিনি ও তার পরিবার আত্মগোপনে চলে যান।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি কোন জায়গার এবং এখন ইউসুফ খান পাঠান কোথায় আছেন এ বিষয়ে পুলিশ কিছু জানে না।
এ ছাড়া আওয়ামী লীগের নেতারা শহরে অবস্থান না করায় তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো কথা বলা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, তিনি ভিডিওটি সম্পর্কে জানেন। এটি ময়মনসিংহের নয়।
তিনি বলেন, “এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। আমরা তাকে গ্রেপ্তারে চেষ্টা করছি। আমিও শুনেছি, এক ভিডিওতে তাকে লাঠিপেটা করতে দেখা গেছে।”
নগরীর মহারাজা রোড এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “৫ অগাস্ট থেকে ইউসুফ খান পাঠান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।”