Published : 02 Mar 2025, 04:54 PM
রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ফরিদপুরে ‘ন্যায্য মূল্যের বাজার’ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় ফরিদপুর শহরের লাভলু সড়কে সদর উপজেলা পরিষদের সহায়তায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্রেতাদের জন্য বাজারটি উন্মুক্ত থাকবে। রমজান মাসজুড়ে এই বাজারে ভোক্তাদের জন্য স্বল্প মূল্যে ২৩ টি পণ্য সরবরাহ করা হবে। নিত্য পণ্যের পাশাপাশি বিকালে ইফতারের আয়োজনের ব্যবস্থা রয়েছে।”
জেলা প্রশাসক কামরুল বলেন, “পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এ ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ যাতে কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন।
“সবার সম্মিলিত অংশগ্রহণে এ বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। সকলে সহযোগিতার মাধ্যমে সারা মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম চালু থাকবে।”
তিনি আরও বলেন, “রমজানের পবিত্রতা উপলব্ধি করে মানুষকে কোনো ভাবে কষ্ট দেওয়া যাবে না। সাধারণ বাজারের চেয়ে কম মূল্যে জনগণ যাতে পণ্য ক্রয় করতে পারে সে জন্যই এ বাজারের সৃষ্টি করা হয়েছে।”
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ রমজানে আপনারা গরিব এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, আপনাদের সহায়তায় হয়ত জেলার সকল অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে এই রমজানে।”
বাজারের আয়োজকরা জানান, খাদ্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকায় বিক্রি করা হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, ডিম ৪০ টাকা হালি।
এছাড়া বিভিন্ন প্রকারের মাছের মধ্যে প্রতি কেজি ইলিশ মাছ ১২৫০ টাকা, শিং ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, কাতল ৪০০ টাকা, রুই মাছ ৫৫০ টাকা।
এছাড়া প্রতি কেজি লাল চিনি ১৪০ টাকা, দুধ ৭৫ টাকা, আলু ৩০, পেঁয়াজ ও লাউ ৪০ টাকা, টমেটো ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা এবং ফুলকপি, পাতা কপিসহ অন্যান্য শাকসবজিও সুলভ মূল্যে পাওয়া যাবে এই বাজারে।
এ বাজার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ফজলে রাব্বিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।