Published : 25 May 2025, 12:19 PM
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে মাদারীপুরে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মাদারীপুর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন।
এ সময় জেলার পেট্রোল পাম্প বন্ধ, একইসঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন যাওয়ার হুশিয়ারি দিয়েছেন মাদারীপুর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
ইউসুফ হোসেন বলেন, কমিশন বৃদ্ধিসহ ১০ দফার মধ্যে রয়েছে, সওজ অধিদফতরের ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআইয়ের আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন-ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা, পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করতে হবে।
এছাড়া বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ, ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যুর দাবিও আছে ১০ দফার মধ্যে।
এছাড়া বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবিতেও এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানান পেট্রোল পাম্প মালিকদের এই নেতা।