Published : 12 May 2025, 03:59 PM
গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় এ বাহিনীর আরও সদস্য আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর ওসি তাজউদ্দিন খন্দকার জানান।
নিহত আবু বক্কর সিদ্দিক (২৭) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের শওকত আলীর ছেলে এবং গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কনস্টেবল ছিলেন।
এ ঘটনায় আহত র্যাব সদস্য সাইফুর রহমানকে (৪০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনায় সদস্য সাইফুর রহমান বলেন, রোববার রাতে কর্তব্য পালন শেষে সিদ্দিক ও তিনি মোটরসাইকেলে করে সাদুল্লাপুর থেকে গাইবান্ধা র্যাব ক্যাম্পে ফিরছিলেন। পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল শাহীন বলেন, “র্যাব সদস্য সিদ্দিককে রোববার রাত পৌনে ১১টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অপর র্যাব সদস্য সাইফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
এদিকে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মো. মিজান বলেন, সোমবার বাদ জোহর জানাজা শেষে সিদ্দিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।