Published : 01 Mar 2025, 11:48 PM
ভোলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য আস্থার সংগঠন হিসাবে যাত্রা শুরু হয়েছে ‘ভোলা মিডিয়া ক্লাবের’।
শনিবার বিকালে ভোলার দৈনিক অমৃতালোক কার্যালয়ে অনুষ্ঠিত তরুণ গণমাধ্যম কর্মীদের এক বিশেষ সভার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
নবগঠিত সংগঠনটির প্রধান উপেদেষ্টা এম এ আহাদ চৌধুরী তুহিন বলেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোলায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন প্রকট তখন গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফর্ম তৈরি করতে বিশেষ এ সভা আহ্বান করা হয়েছিল।
দৈনিক রুপালি বাংলাদেশের সাংবাদিক শিমুল চৌধুরীর সভাপতিত্বে এ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম চূড়ান্ত হয়- ‘ভোলা মিডিয়া ক্লাব’।
পরে শিমুল চৌধুরীকে সভাপতি, দৈনিক অমৃতালোকের সাংবাদিক মো. আরিয়ান আরিফকে সাধারণ সম্পাদক ও বিজনেস বাংলাদেশের সাখাওয়াত হোসেন শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের সম্মতিক্রমে ভোলা মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা করা হয় দৈনিক অমৃতালোকের সম্পাদক এম এ আহাদ চৌধুরী তুহিনকে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-সভাপতি মো. বেল্লাল নাফিজ (আজকের ভোলা), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক), সহ-সম্পাদক ইসমাইল হোসেন আরিফ (বাংলা ভিশন), সহ-সাংগঠনিক সম্পাদক হাসান পিন্টু (মানবজমিন), কোষাধ্যক্ষ মীর জামাল উদ্দিন তানু (অমৃতালোক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন (দি রিপোর্টার), পাঠাগার সম্পাদক গাজী তাহের লিটন (আওয়ার টাইম বিডি), দফতর সম্পাদক ইয়ারুল আলম হেলাল (বাংলাদেশ মিরর)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন- সীমান্ত হেলাল (যায়যায়দিন) ও আনোয়ার সুজন (মানব কন্ঠ)।
পরে সভাপতি শিমুল চৌধুরী বলেন, “ভোলা মিডিয়া ক্লাব হবে ভোলা জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আস্থার ঠিকানা।”
তিনি এজন্য সব গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন।