Published : 27 Dec 2024, 04:02 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় ধাওয়া দিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। একই ঘটনায় মারধরে আহত হয়ে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন৷
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন৷
নিহত মো. বিল্লাল ওরফে বিল্লাল ডাকাত (৪৫) একই ইউনিয়নের নারান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে৷
আহত ২৫ বছর বয়সী নারী পুলিশি হেফাজতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় লোকজন ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি এনায়েত বলেন, রাতে ৬-৭ জনের ডাকাতদল কাহেন্দী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়৷
এ সময় বিল্লালকে ধরতে পারলে তাকে বেধড়ক মারধর করেন লোকজন৷ এছাড়া ডাকাতদলের এক নারী সহযোগীকেও মারধর করা হয়।
যদিও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী বলেন, গ্রামবাসীর চিৎকার-চেঁচামেচি শুনে ভয়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন৷ গ্রামবাসী তখন তাকেও দেখতে পেয়ে ধাওয়া দিলে জীবন বাঁচাতে একটি পুকুরেও ঝাপ দেন৷ পরে সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়৷
তবে, আড়াইহাজারের ওসির ভাষ্য, এ ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে৷ সড়কে ডাকাতির সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন৷ এ নারীও সেইদলের সদস্য৷
“এ নারী বহুরূপী৷ মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একবার গ্রামবাসী তাকে গ্রামছাড়াও করেছিল”, যোগ করেন তিনি৷
ওসি এনায়েত জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷
তবে, বেলা দুইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি৷