Published : 20 May 2025, 11:15 PM
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে শহরের দরিয়ানগর এলাকার সৈকতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সংশ্লিষ্ট অপারেটরের প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার তথ্য দিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি।
আহত পর্যটকদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্যারাসেইলিংয়ের ছেঁড়া প্যারাস্যুটে ঝুলে থাকা দম্পতি উত্তাল সাগরের উপর বিপজ্জনকভাবে দোল খাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফি বলেন, একজন করে ওঠার অনুমতি থাকলেও নিয়ম ভেঙে ওই দম্পতি একসঙ্গে প্যারাসেইলিংয়ে অংশ নেন।
“ফারিদ নামের এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানটি খারাপ আবহাওয়ার মধ্যেও প্যারাসেইলিং চালিয়ে যাচ্ছিল, যদিও অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছিল।”
তিনি বলেন, ওই দম্পতি পড়ে গিয়ে আহত হওয়ার পর তাদের সৈকত থেকে অপারেটরটির লোকজন সরিয়ে নেয় বলে তারা জানতে পেরেছেন।
”বর্তমানে তারা কোথায় রয়েছেন তা জানা যায়নি। কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে তাদের খোঁজ করা হচ্ছে।”
প্যারাসেইলিংয়ের যন্ত্রপাতি জব্দ করা হলেও মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন তুলে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফি বলেন, ফারিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।