Published : 30 May 2025, 12:23 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে করতোয়া সেতুর পশ্চিম দিকে এশিয়ান হাইওয়ের পাকুড়িতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।
নিহতরা হলেন, উপজেলার পামুলী ইউনিয়নের জোত ভুবনপাড়া এলাকার শ্যামলী রানী (৩০), তার বউদি ভরসা রানী (২৫) এবং বড় বোনের মেয়ে দেবীশ্রী রানী (৭)।
শ্যামলী রানীর ভাই গৌতম চন্দ্র বলেন, “বুধবার আমার শাশুড়ি মারা যান। আমার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া আনন্দবাজার এলাকায়।
“সেখানে আমার শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাবা, বোন, বউদি, ভাগ্নী বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে এই দুর্ঘটনা।”
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সোয়েল রানা বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকটি দেবীগঞ্জ থেকে লক্ষীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে।
ইজিবাইকটির চালক অক্ষত থাকলেও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে গুরুতর আহত শ্যামলী রানী ও দেবীশ্রী রানীকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। তবে শ্যামলী রানী রওনা দেওয়ার আগেই এবং দেবীশ্রী রানী হাসপাতালে পৌঁছেই মারা যায়।
পরে গুরুতর আহত আরও তিনজন- অজয় কুমার রায়, পার্বতী রানী ও ভরসা রানীকে রংপুর মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ভরসা রানী মারা যান।
ওসি আরও বলেন, “নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।