Published : 28 Oct 2024, 12:13 PM
চাঁদপুর শহরে তৈরি পোশাকের একটি শোরুমে অগ্নিকাণ্ড হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদের পাশে ‘অ্যান্ড স্টুডিও’ নামের শোরুমের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে চাঁদপুরে ফায়ার সার্ভিসর উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম জানান।
তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোর্শেদ আলম বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের মসজিদসহ অসংখ্য স্থাপনা আগুন থেকে রক্ষা পায়।
তবে ততক্ষণে অ্যান্ড স্টুডিও শোরুমে থাকা বেশকিছু মালামালসহ সিঁড়ির কিছু অংশ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তিনি বলেন, “সকালে শোরুমটি খোলার আগেই এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”