Published : 08 Dec 2024, 10:40 PM
নিবন্ধনহীভাবে পশুখাদ্য উৎপাদনের দায়ে বগুড়ার কাহালু উপজেলায় আল-কেমি অ্যাগ্রো ফার্মা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার দরগাহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. সাদমান আকিফ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, অভিযানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধন ছাড়াই তিন ধরনের পশু-মৎস্য খাদ্য তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পশুখাদ্য আইনে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।
একইসঙ্গে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৭২৫ টাকা মূল্যের নিবন্ধনহীন পণ্য পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে আব্দুল মালেক জানান।
তিনি বলেন, ওই কোম্পানির নয়টির অনুমতি থাকলেও অতিরিক্ত আরও তিনটি পণ্য তৈরি করে বাজারজাত করছিল।
অভিযানে বগুড়া জেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।