Published : 09 Nov 2024, 08:24 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার নতুন মেঘাই এলাকায় ৬৫ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান।
শুষ্ক মৌসুমে বাঁধ ধসের এ ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভাঙন ঠেকাতে কাজিপুর উপজেলা সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ঘটনাস্থলে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছেন স্থানীয়রাও।
উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর বলেন, “বাঁধের সামনে প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। যে কারণে নদীর স্রোত এসে সরাসরি তীরে আঘাত করছে। ফলে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।”
তিনি বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় ভাঙন স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে। ইতোমধ্যে ভাঙন নিয়ন্ত্রণে চলে এসেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”