Published : 14 May 2025, 04:28 PM
সিলেট নগরে আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানকে মারধর করে পুলিশের দিয়েছে জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক নির্মলেন্দু দাশ রানা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রানা রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান। এ সময় একদল লোক তাকে আটক করে; যাদের মুখে মাস্ক ছিল। তারা রানাকে মাঝখানে রেখে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।
এর মধ্যে এক যুবক হেমলেট দিয়ে পেছন থেকে রানার মাথায় একাধিকবার আঘাত করেন। এ সময় অন্য এক যুবক রানার শার্টের কলার ধরে রাখেন। এক পর্যায়ে তাকে টানতে টানতে মদন মোহন কলেজের গেইটের ভেতরে নিয়ে আবার মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে রানাকে উদ্ধার করে নিয়ে যায়। পিটুনিতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান জখম ও রক্তাক্ত হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। আটকের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালি থানায় রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় রানাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।